Monday, July 22, 2024
রাজ্য​

প্রশ্নফাঁস রুখতে মাধ্যমিক চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

কলকাতা: প্রশ্নফাঁস রুখতে মাধ্যমিকের শেষলগ্নে এসে পদক্ষেপ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলশিক্ষা দফতরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর।

ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলে হোয়াটস অ্যাপে প্রশ্ন ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনাই থাকবে না। পর্ষদের এই সুপারিশ স্কুলশিক্ষা দফতর সায় দেওয়ার পর তা পাঠানো হয় রাজ্য স্বরাষ্ট্র দফতরে। সেখান থেকেই নির্দেশ পৌঁছেছে জেলাশাসকদের দফতরে।

হুগলি, মালদহ ও মুর্শিদাবাদের কিছু এলাকাকে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেইসব এলাকাগুলিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, এই ব্যবস্থায় সাফল্য মিললে উচ্চমাধ্যমিক চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

প্রসঙ্গত, মাধ্যমিকের ৬ টি বিষয়ে যথাক্রমে বাংলা, ইংরাজি, ইতিহাস,ভুগোল, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।দেখা যায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে যায় সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নপত্র। হোয়াটস অ্যাপের ক্রমশ তা ছড়াতে থাকে। লাগাতার প্রশ্ন ফাঁসের ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার।