ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল কর্ণাটকের হোয়সালা স্থাপত্যের মন্দির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল কর্ণাটকের হোয়াসালা রাজবংশের বিশেষ স্থাপত্যের তিনটি মন্দির। প্রাচীনকালের মানুষদের তৈরি এই মন্দির সৃজনশীল প্রতিভার অন্যতম নিদর্শন। এই মন্দিরগুলি ভারতের সমৃদ্ধ ঐতিহাসিক ও সংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।
ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে বেলুর, হালেবিড ও সোমনাথপুরার হোয়সালা মন্দির (Hoysalas temples)। এগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ (World Heritage) হিসেবে বিবেচনার জন্য ভারতের তরফে ইউনেস্কোর কাছে মনোনয়ন পাঠানো হয়েছিল। UNESCO সেই দাবি মেনে হেরিটেজ ঘোষণা করলো।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সুন্দরবন, দার্জিলিংয়ের পার্বত্য রেল ও সম্প্রতি কবিগুরুর শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে UNESCO।