নতুন আইটিপিও কমপ্লেক্সের পুজো ও যজ্ঞানুষ্ঠানে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী-কাম-কনভেনশন সেন্টার (IECC) কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২৭০০ কোটি টাকা ব্যয়ে পুনর্বিকশিত ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (ITPO)। আগামী সেপ্টেম্বরে এই কমপ্লেক্সেই বসতে চলেছে জি২০ (G20) নেতাদের শীর্ষ সম্মেলন।
বুধবার সকাল ১০টায় প্রগতি ময়দানে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রায় ৪৫ মিনিট থাকেন তিনি। সেখানে যজ্ঞ ও পুজোর অনুষ্ঠানে তাঁকে অংশ নিতে দেখা যায়।
দেখুন সেই ভিডিও-
#WATCH | Prime Minister Narendra Modi is participating in a Havan & Puja at the new ITPO complex in New Delhi. pic.twitter.com/CufFlRvZ6m
— ANI (@ANI) July 26, 2023
পুজো শেষ হওয়ার পর আইটিপিও কমপ্লেক্সে শ্রমিকদের সম্মান জানানো হয়। এরপর সেখান থেকে চলে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সন্ধ্যা সাড়ে ৬টায় আইটিপিও কমপ্লেক্সে ফের আসবেন প্রধানমন্ত্রী। এরপর সকলের জন্য উন্মুক্ত করা হবে এই কমপ্লেক্স এবং কয়েন প্রকাশ করা হবে।
উল্লেখ্য, দেশে ক্রমবর্ধমান এমআইসিই (MICE) অর্থাৎ মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স এবং প্রদর্শনী সেক্টরের চাহিদার কথা মাথায় রেখে এটি নির্মাণ করা হয়েছে। প্রায় ১২৩ একর জমিতে ক্যাম্পাস এলাকা সহ, কমপ্লেক্সটি বৃহত্তম MICE এর মধ্যে একটি হতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।