‘একমাত্র ভগবানই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারে’, নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। পশ্চিমবঙ্গ একাধিক অভিযোগ উঠেছে। স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কলেজ সার্ভিস কমিশন নিয়ে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এসব দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বললেন, ‘এই পরিস্থিতিতে ভগবানই বাঁচাতে পারে পশ্চিমবঙ্গকে।’
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে এসএসসির একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে একটি মামলা চলছে। তখনই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। তবে প্রথমেই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন তুলেছেন, ‘হচ্ছেটা কি? সব নিয়োগেই কি রাজনীতি হচ্ছে? প্রাথমিকে নিয়োগে হলেই প্রশ্ন উঠে যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যা হয়েছে তা পুরোপুরি রাজনৈতিক।’
বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘দিনের পর দিন কি হচ্ছে এটা? সব কিছুতেই রাজনীতি জড়িয়ে যাচ্ছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ হলেই তা নিয়ে মামলা হয়ে যাচ্ছে। যা দেখছি, ভগবান ছাড়া পশ্চিমবঙ্গকে কেউ বাঁচাতে পারবে না।’