Wednesday, October 9, 2024
দেশ

‘ও পাকিস্তানেই মরুক’, ২ সন্তানকে ফেলে ধর্মান্তরিত হয়ে নাসরুল্লাকে বিয়ে করায় প্রতিক্রিয়া অঞ্জুর বাবার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানি যুবক নাসরুল্লাকে ভালোবেসে পাকিস্তানে পাড়ি দিয়েছেন মধ্যপ্রদেশের মেয়ে অঞ্জু। স্বামীকে ডিভোর্স না দিয়েই দুই সন্তানকে ফেলে রেখে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাসরুল্লাকে (২৯) বিয়ে করেছেন অঞ্জু (৩৪)। নাম বদলে রেখেছেন ফতিমা। 

মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বৌনা গ্রামের বাসিন্দা অঞ্জুর বাবা গয়াপ্রসাদ থমাস। তিনি জানান, ‘মেয়ে যে কাজ করেছেন, তাতে তাঁদের কাছে এখন অঞ্জু মরে গিয়েছেন। মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছেও আবেদন করবেন না। আমি প্রার্থনা করি…যে ও পাকিস্তানেই মরে যাক।’

জানা গেছে, নাসরুল্লার সঙ্গে ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় অঞ্জুর। তারপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অঞ্জুর বাবা গয়াপ্রসাদ বলেন, নিজের ২ সন্তান এবং স্বামীকে ফেলে পাকিস্তানে গেছে অঞ্জু। নিজের সন্তানদের কথাও ভাবলো না। নাসরুল্লাকে বিয়ের আগে নিজের স্বামীকে ডিভোর্স দিতে পারতো। ও আমাদের কাছে মৃত।’ 

গয়াপ্রসাদ আরও বলেন, ‘ওর ২ সন্তানের কি হবে? ওর স্বামীর কি হবে? ওর ১৩ বছরের মেয়ে এবং ৫ বছরের ছেলের দেখভাল করবে কে? সন্তান এবং স্বামীর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। ওর সন্তানদের কে দেখভাল করবে? আমাদেরই করতে হবে।’

উল্লেখ্য, বৈধ পাসপোর্টেই পাকিস্তানে গিয়েছেন অঞ্জু। পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাসরুল্লাকে বিয়ে করেছেন।