Sunday, December 3, 2023
দেশ

জন্মদিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আহমেদাবাদ: আজ রবিবার ৬৭ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের জন্মদিনে গুজরাটের কেভাডিয়ায় নর্মদার ওপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের আগের দিন টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘আগামীকাল সর্দার সরোবর বাঁধকে জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। এ প্রকল্পের সুফলভোগী হবেন লাখ লাখ কৃষক এবং এর মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে।’

প্রতিবারের মতো এবারের জন্মদিনেও সকালে আশীর্বাদ নিতে মায়ের সঙ্গে দেখা করতে গান্ধীনগর যান তিনি৷ এরপরই আমেদাবাদ থেকে ২০০ মিটার দূরে অবস্থিত দেশের বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন ৷ বাঁধের উদ্বোধনের আগে পুজো অর্চনা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ছয় দশক পর গুজরাট রাজ্যের নর্মদা নদীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৬১ সালে এই বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জওহরলাল নেহরু৷

এসএসএনএল সূত্রে খবর, ১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ১৬৩ মিটার গভীরতা বিশিষ্ট এই বাঁধের মাধ্যমে রাজ্যের ১৮ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে। এই বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ কাজে লাগাতে পারবেন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের মানুষ ৷ ফলে এই বাঁধের জন্যে লাভবান হবেন এই তিন রাজ্য৷