ইতিহাসের আয়নায় 17 সেপ্টেম্বর
ইতিহাসে 17 সেপ্টেম্বর
1630- আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
1665- স্পেনের রাজা চতুর্থ ফিলিপ মৃত্যুবরণ করেন।

1787- ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।
1826- বিখ্যাত জার্মান গণিতবিদ বের্নহার্ট রিমান জন্মগ্রহন করেন।

1867- ভারতীয় বাঙালী চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা গগনেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহন করেন।

1877- ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবোট মৃত্যুবরণ করেন।

1915- প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন জন্মগ্রহণ করেন।

1924- হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।

1934- কবি বিনয় মজুমদার জন্মগ্রহন করেন।

1944- ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।
1944- বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য জন্মগ্রহণ করেন।

1950- ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী জন্মগ্রহণ করেন।

1957- মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
1983- ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।

1991- এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।