প্রতিমা বিসর্জন সামলাতে না পারলে কেন্দ্রীয় বাহিনী ডাকুন : দিলীপ ঘোষ

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : দুর্গাপুজোর বিসর্জন যদি সামলাতে না পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখুন। কেন্দ্রীয় বাহিনী এসে দুর্গাপুজোর নিরঞ্জন ও মহরম সামলাক। ওনারা কোথাও পুজোর ছুটিতে ঘুরে আসুন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

দুর্গাপ্রতিমা বিসর্জন নিয়ে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় দশমীর দিন সন্ধ্যা ৬টার পর প্রতিমা বিসর্জন করা যাবে না এবং একাদশীর দিন বিসর্জন বন্ধ থাকবে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। শনিবার হাইকোর্টের তরফে জানানো হয়, সন্ধ্যা ৬টা নয়, রাত ১০টা পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া যাবে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এনিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য, তিনি এখানে দুর্গাপুজো করতে দেবেন না। বিভাজন করছেন তিনি। আমাদের দুর্গাপুজো ক’টায় হবে, কীভাবে হবে সেটা পুরোহিতরা ঠিক করেন। ওনাকে কে অধিকার দিয়েছে কবে বিসর্জন হবে সেটা ঠিক করতে? একাদশীর দিন কী হবে সেটা আদালতই ঠিক করবে।