Sunday, May 19, 2024
দেশ

কাশ্মীরে এনকাউন্টারে খতম ৪ জেহাদি

শ্রীনগর: ফের জঙ্গি দমনে সাফল্য পেল ভারতীয় সেনা। উপত্যাকাকে জঙ্গিমুক্ত করতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে যৌথবাহিনী। এবার মিললো বড়সড় সফলতা। গত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ জোড়া এনকাউন্টারে নিকেশ ৪ জঙ্গি। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে। খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় সেনা-পুলিশের যৌথবাহিনী। সেনার উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। জবাব দেয় বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে প্রথমে ২ জন অজ্ঞাত পরিচয় জঙ্গির দেহ উদ্ধার হয়। পরে আরও এক জঙ্গির দেহ মেলে। অনেক রাত অবধি চলে গুলির লড়াই। জঙ্গিদের ছোড়া গুলিতে জখম হয়েছেন ৩ সেনা জওয়ান।


রবিবার সকালে কুলগামের মুন্নাদ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে। ওই এলাকা ঘিরে ফেলে বাহিনী। কয়েক ঘণ্টার গুলির লড়াইয়ে খতম হয় এক জঙ্গি। গোটা এলাকাটি ঘিরে রেখেছে এখনও চলছে তল্লাশি অভিযান। মৃত র পরিচয় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত ৮০ জনেরও বেশি জঙ্গিকে খতম করেছে সেনা জওয়ান এবং জম্মু-কাশ্মীরের পুলিশ। গোটা উপত্যাকা জুড়ে চলছে বিশেষ নজরদারি।