দেশে যুদ্ধের পরিস্থিতি, উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: কাশ্মীরের আকাশে যেকোনও রকমের বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে। কোনও রকমের বাণিজ্যিতক বিমানও চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কার্যত যুদ্ধের প্রাক মুহূর্ত। নর্থব্লকে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক।
নর্থ ব্লকে উচ্চপর্যায়ের বৈঠকে NSA, RAW এর অফিসার ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর। রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দোভাল । সীমান্তের পরিস্থিতি নিয়ে সেনাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সূত্রের খবর, বিমান পরিষেবা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতীয় আকাশসীমায় ঢোকার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
পাঠানকোট, শ্রীনগর, লে’তে বায়ুসেনার এয়ারবেসে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। পুরো অপারেশনের নজরদারি করা হচ্ছে উধমপুর এয়ারবেস থেকে। যে কোনও মুহুর্তে আকাশসীমায় পাকিস্তান হামলা চালাতে পারে, এই আশঙ্কায় বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।