Thursday, September 19, 2024
দেশ

ফের সাফল্য, পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত

শ্রীনগর: পাকিস্থানি যুদ্ধবিমান F-16কে ধ্বংস করল ভারতের Su-30। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্থানের যুদ্ধবিমান F-16কে গুলি করে নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। নওসেরা সেক্টরের পাক অধিকৃত কাশ্মীরের লাম উপত্যকায় বিমানটিকে পড়তে দেখা গিয়েছে।

নিয়ন্ত্রণরেখা থেকে ৩ কিলোমিটার ভিতরে পাক অধিকৃত কাশ্মীরের লাম উপত্যকায় পড়েছে F-16 বিমানটি। এর আগে আজ, মোট ৩ টি যুদ্ধবিমান প্রবেশ করেছিল ভারতীয় আকাশ সীমায়। এরপর ভারত পাল্টা জবাব দিতেই লেজ গুটিয়ে তারা ফিরে যায় পাকিস্তানের দিকে।

এদিকে, নৌশেরা সেক্টরে বোমা বর্ষণের খবর মিলেছে। জানা গিয়েছে, ভারতের তরফে সাংকেতিকভাবে ওই পাকিস্তানের যুদ্ধবিমানগুলিকে ফিরে যেতে বলা হয়েছিল। এরপরই সেই ইঙ্গিত না মানায় গুলি চালানো হয় পাক যুদ্ধবিমানগুলিকে নিশানায় রেখে। F-16 যুদ্ধবিমানগুলি পালিয়ে যাওয়ার সময় পুঞ্চ ও রাজৌরি সেক্টরে বোমা বর্ষণ করে বলে খবর।