Wednesday, September 11, 2024
দেশ

জোর ধাক্কা খেল পাকিস্তান, জঙ্গিবাদ দমনে ভারতের পাশে চিন

বেজিং: ভারত-পাকিস্থান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পরম ‘বন্ধু’ চিনকে পাশে পেলে ভারত। শুধু তাই নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিল রাশিয়াও।

আরআইসি – অর্থাৎ রাশিয়া, ভারত ও চিনের আন্তর্জাতিক ফোরাম। বুধবার চিনের উঝেন শহরে এই ফোরামের তিন দেশের বিদেশমন্ত্রীদের বৈঠক ছিল। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে পরিস্থিতি জানিয়ে সুষমা স্বরাজ বলেন, বালাকোটে সামরিক অভিযান হয়নি। আমি এমনটা সময় চিনে এসেছি যখন ভারতের প্রতিটা প্রান্তে শুধু দুঃখ আর রাগ পুঞ্জীভূত হচ্ছে। জম্মু-কাশ্মীরের প্রতিরক্ষা বাহিনীর ওপর জঘন্যতম হামলা করা হয়েছে।

আরআইসির বৈঠক শেষে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, আরআইসি সন্ত্রাসের বিরুদ্ধে তাদের কড়া অবস্থানের বিষয়টি ফের একবার নিশ্চিত করেছে।

মঙ্গলবার হামলা-পাল্টা হামলা প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, ভারত ও পাকিস্তান এই দু দেশই দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু দেশের মধ্যে সুসম্পর্ক এবং সহযোগিতা একই সঙ্গে এ দুদেশের স্বার্থে যেমন জরুরি, তেমনই সমগ্র দক্ষিণ এশিয়ায় শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্যও তা প্রয়োজনীয়।