Saturday, July 27, 2024
রাজ্য​

কোচবিহারে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কোচবিহার: কোচবিহারের রাসমেলা মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আবার প্রধানমন্ত্রী মোদীর এবং মুখ্যমন্ত্রী মমতার দ্বৈরথ। উত্তরবঙ্গের তিনটি জায়গা থেকে নির্বাচনী সভা করবেন তাঁরা।

প্রধানমন্ত্রী বলেন, ছোট বাচ্চার মতো আচরণ করে ভোট জেতা যায় না। তাঁর মঞ্চের পাশেই মমতার মঞ্চকে কটাক্ষ করে একথা বললেন মোদী। তিনি বলেন, বিজেপির সভায় যাতে ভিড় কম হয় তার জন্য মমতার মঞ্চ তৈরি করে রাখা হয়েছে।

নরেন্দ্র মোদী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে মুখ্যমন্ত্রী আমার আর কমিশনের উপর রেগে যাচ্ছেন। আপনাদের ভিড় প্রমাণ করছে এ রাজ্য দিদির হাত থেকে মুক্তি চাইছে।

এর আগে বুধবার শিলিগুড়ি এবং কলকাতায় সভা করেন প্রধানমন্ত্রী। সেদিন কোচবিহারের দিনহাটায় মমতার সভা ছিল। কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের মানুষদের কাছে পৌঁছতে দিচ্ছেন না এমন অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে স্পিড ব্রেকার দিদি বলে কটাক্ষ করেন মোদী।

পাল্টা মমতা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর মেয়াদ ফুরিয়ে গিয়েছে। এই আক্রমণ এবং পাল্টা আক্রমণের রেশ বজায় রেখেই আজ আবার একই দিনে দু’জনের সভা হচ্ছে।