Monday, March 24, 2025
রাজ্য​

মায়ের আত্মার শান্তির জন্য তৃণমূলকে ভোট দিন: মুনমুন সেন

আসানসোল: মহানায়িকা সুচিত্রা সেনের নাম করে ভোট চেয়ে বিতর্কে জড়িয়েছিলেন সুচিত্রা কন্যা তথা এবার আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এবার মহানায়িকার জন্মদিনে মায়ের নাম করে ভোট চাইলেন মুনমুন। আসানসোল কেন্দ্রে একটি সভায় মুনমুন বলেন, আমার মায়ের আত্মার শান্তির জন্য তৃণমূলকে ভোট দিন।

আসানসোলের একটি সভায় বাঁকুড়ার বিদায়ী তৃণমূল সাংসদ বলেছেন, আজ আমার মায়ের জন্মদিন। ঘরে না গিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা বলো, যে তৃণমূলকে একটা ভোট দেবে? আজকের দিনে আমাকে খুশি করে দাও। আমি তোমাদের জন্য থেকেছি। বলো, জোড়াফুলে ভোট দেবে? এরপরই মুনমুন বলেন, আমার মায়ের আত্মার শান্তির জন্য ভোট দিন, যে তার মেয়ে এসেছে। তার নাম রাখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখার জন্য ভোট দিন।

সুচিত্রা সেনের নামে ভোট চাওয়ার পাশাপাশি এদিন আরও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আসানসোলের তৃণমূল প্রার্থী। মুনমুন বলেন, আমার যা টাকা সব তোমাদের জন্য, তোমাদের কাজের জন্য, বিশ্বাস করো।

প্রসঙ্গত, তবে এবারই প্রথম নয় আসানসোলের প্রার্থী হওয়ার পর প্রথম কর্মীসভাতে গিয়েও সুচিত্রা সেনের নাম করে ভোট চেয়ে মন্তব্য করেছিলেন মুনমুন। তিনি বলেছিলেন, আমার মাকে ভালোবাসো, আমাকেও ভালাবাসো। আমার মেয়েরাও আসবে, ওরা ফিল্মস্টার হিসেবে আসবে না প্রচারে, সুচিত্রা সেনের নাম রাখার জন্য আসবে।