Saturday, April 20, 2024
দেশ

সমাজে বিভাজন তৈরির চেষ্টায় রয়েছে কংগ্রেস: মোদী

বারুচ, ৩ ডিসেম্বর : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস। রবিবার দক্ষিণ গুজরাটের বারুচে রবিবাসরীয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ধর্ম ও বর্ণের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরি করতে চাইছে কংগ্রেস।

মোদী বলেন, গুজরাতের মানুষ জানেন কংগ্রেস অভিপ্রায়। ওরা সময়ে সময়ে রং পরিবর্তন করে। ভাই-ভাইয়ের মধ্যে দেওয়াল তৈরি করে। ওরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মধ্যে লড়াই শুরু করিয়ে দেয়।

মোদী আরো বলেন, কংগ্রেস একে অপরকে লড়িয়ে দিয়ে ব্যস্ত রাখে। আপনি হয়ত মরে যাবেন, কিন্তু ওরা মালাই খাবে।

প্রসঙ্গত, রবি ও সোমবার সাতটি জনসভা করবেন মোদী। বিজেপির এই ‘‌বিকাশ র‌্যালি’‌গুলো হবে দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র অঞ্চলে। ১৮২ আসন-বিশিষ্ট গুজরাট বিধানসভার নির্বাচন দু-দফায় হবে। প্রথম দফায় নির্বাচন ৯ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ১৪ অক্টোবর। ফলপ্রকাশ করা হবে ১৮ তারিখে।