উত্তরপ্রদেশের মতোই গুজরাটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি:‌ মোদী

বারুচ (গুজরাট): উত্তরপ্রদেশে স্থানীয় নির্বাচনে বিজেপি‌র জয়কে গুজরাট বিধানসভা ভোটের প্রচারে কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভোট-আসন্ন দক্ষিণ গুজরাটের বারুচে রবিবাসরীয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে ফলের পুনরাবৃত্তি হবে গুজরাটে। টানা ২২ বছরের বিজেপি শাসনের রেকর্ড হবে সেখানে। উত্তরপ্রদেশে কংগ্রেস ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। কংগ্রেস ভালোভাবে জানে গুজরাটেও তারা হারবে।

রবি ও সোমবার সাতটি জনসভা করবেন মোদী। বিজেপির এই ‘‌বিকাশ র‌্যালি’‌গুলো হবে দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র অঞ্চলে।

তিনি আরও বলেন, ‌বারুচ এবং কচ্ছ দু’‌টি মুসলিম অধ্যুষিত জেলা। আপনারা দেখবেন বিজেপি শাসনে যে সমস্ত জেলা এগিয়ে চলেছে তাদের মধ্যে ‌বারুচ এবং কচ্ছ সামনের সারিতে থাকবে।

প্রসঙ্গত, ১৮২ আসন-বিশিষ্ট গুজরাত বিধানসভার নির্বাচন দু-দফায় হবে। ভোটগ্রহণ হবে ৯ ও ১৪ অক্টোবর। ফলপ্রকাশ ১৮ তারিখ।