আরজি কর কান্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপি। বিজেপির অভিযোগ, আরজি কর কান্ডে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং এটা কোনওভাবেই স্বাভাবিক মৃত্যু নয়।
বিজেপির দাবি, এই ঘটনায় যথাযথ তদন্ত না হলে প্রকৃত দোষীদের চিহ্নিত করা সম্ভব হবে না। রাজ্যের পুলিশ ও প্রশাসন এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
বিজেপির দাবি, এই পরিস্থিতিতে একমাত্র সিবিআই তদন্তের মাধ্যমেই এই মামলার প্রকৃত সত্য উদ্ঘাটন করা সম্ভব। ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে তা খতিয়ে দেখা উচিত।
বিজেপিরর সিবিআই তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।