‘RG Kar হাসপাতালে ধর্ষণ-খুন কান্ডে পাঠা বলির জায়গায় কুমড়ো বলি দেওয়া বন্ধ হোক’, বিস্ফোরক তরুণজ্যোতি তিওয়ারি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলা। একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এবিষয়ে ফের বিস্ফোরক দাবি করলেন তরুণজ্যোতি তিওয়ারি।
টুইটে তিনি লিখেছেন, “RG Kar কান্ডে পুলিশ এবং সরকার প্রমাণ করল যে তারা পাঠা বলির জায়গায় কুমড়ো বলি দিচ্ছে। পাঠা বলির জায়গায় কুমড়ো বলি দেওয়া বন্ধ হোক। পশ্চিমবঙ্গে পুলিশ এবং মানুষ কিছুটা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ।”
বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি আরও লিখেছেন, “যে সন্দীপ ঘোষকে জেলে ঢোকানো উচিত ছিল সেই সন্দীপ ঘোষ কে ক্যালকাটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে সরকার তার মনোভাব ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন। তদন্তের নামে প্রহসন চালাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং সরকার। RG Kar কান্ডের নির্যাতিতা এদের মাধ্যমে বিচার পাবে না।”