Wednesday, September 11, 2024
দেশ

পাইলট প্রজেক্ট হলো, এখনও আসল খেলা বাকি: মোদী

নয়াদিল্লি: নৌ, বায়ু ও স্থল সেনার প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেছিলেন, ৩ বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। চাপের মুখে আপোষের পথে হাঁটবে না সরকার।

এদিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনারা ল্যাবরেটরিতে কাজ করেন। প্রথমে পাইলট প্রজেক্ট করেন। তারপর তা রূপায়ন করা হয়। এরপরই মোদী আরও বলেন, পাইলট প্রজেক্ট হয়ে গিয়েছে। এবার বাস্তবে করতে হবে। প্রথমে প্রশিক্ষণ নিয়েছি।

‘সমঝদার কো ইশারাই কাফি’-এই হিন্দি প্রবাদটি এখানে হুবুহ মিলে গিয়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্থানের একাধিক জঙ্গিঘাঁটি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। খতম অন্তত ৩৫০ জঙ্গি। সার্জিক্যাল স্ট্রাইক ২: এর কথা উল্লেখ করে মোদী বলেন, এটা নেহাতই অভ্যাস। এখনও আসল খেলা বাকি।

প্রসঙ্গত, ভারতের কূটনৈতিক চাপের মুখে নতিস্বীকার করে বৃহস্পতিবার ইমরান খান ঘোষণা করেছেন, আটক ভারতীয় বিমান চালক অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হবে শুক্রবার।