Thursday, December 5, 2024
দেশ

যুদ্ধকালীন তৎপরতায় পাক সীমান্তে ১৪ হাজার বাঙ্কার বানাচ্ছে ভারত

নয়াদিল্লি: পাকিস্তানের হামলা রুখতে যুদ্ধকালীন তৎপরতায় সীমান্তে ১৪ হাজারেরও বেশি বাঙ্কার নির্মাণ করেছে ভারত। পাকিস্তান হামলা করলে ওইসব বাঙ্কারে সীমান্তবর্তী লোকজনকে আশ্রয় দেওয়া হবে। সপ্তাহখানেকের মধ্যে এসব বাঙ্কার নির্মাণের কাজ শেষ হবে বলে জানা গেছে।

পাকিস্তানের পরমাণু হামলার হুমকির মুখে বাঙ্কার নির্মাণকে ভারতের যুদ্ধ প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। গত সপ্তাহ থেকেই বাঙ্কার নির্মাণের সিদ্ধান্তের কথা জানায় সরকার। ইতিমধ্যে বাঙ্কার নির্মাণের কাজও চলছে।

পাকিস্থানের সাথে চলমান উত্তেজনা ও হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে, তা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

পুনাচের ডেপুটি কমিশনার রাহুল যাদব বলেন, পাকিস্তান বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করছে। তাই পাকিস্তানের হামলা সত্ত্বেও যেন লোকজন ভীত হয়ে না পড়ে এবং ছোটাছুটি শুরু না করে সে জন্য এসব বাঙ্কার নির্মাণ করা হচ্ছে।