Saturday, July 27, 2024
দেশ

সুখবর! শহরে ফের কমল পেট্রোল-ডিজেলের দাম

কলকাতা: শহরে ফের দাম কমল জ্বালানির। শুক্রবার কলকাতায় কমেছে পেট্রোল-ডিজেলের দাম। ক্রমাগত পেট্রোল-ডিজেলের দামের পতনে আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। আজ কলকাতায় পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ৩৯ পয়সা, ডিজেলেরে দাম কমেছে ৪১ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে হয়েছে ৭২.৯৭ টাকা, ডিজেলের দাম লিটার পিছু ৬৭.২৮ টাকা হয়েছে।

পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বাই ও চেন্নাইতেও। দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৪০ পয়সা কমে হয়েছে ৭০.৯২ টাকা এবং  ডিজেলের দাম ৪১ পয়সা কমে হয়েছে ৬৫.৫৫ টাকা। বাণিজ্যনগরী মুম্বাইয়ে লিটার প্রতি ৪০ পয়সা কমে হয়েছে ৭৬.৫০ টাকা আর ডিজেলের দাম লিটার প্রতি ৪৩ পয়সা কমে হয়েছে ৬৮.৫৯ টাকা। চেন্নাইয়ে ডিজেলের দাম লিটার প্রতি ৪২ পয়সা কমে হয়েছে ৭৩.৫৭ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৪৪ পয়সা কমে হয়েছে ৬৯.১৯ টাকা।

এক দিকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের পতন। অন্য দিকে ডলারের তুলনায় টাকার দাম বাড়ছে। যার জেরে লাগাতারভাবে জ্বালানি তেলের দাম কমছে। ক্রমশ পেট্রোল-ডিজেলের দাম কমায় আপাতত স্বস্তিতে দেশের সাধারণ মানুষ।