আইনি বিপাকে বিজেপির রথযাত্রা, কোচবিহারে আসছেন না অমিত শাহ
কলকাতা: কোচবিহারে বিজেপির রথযাত্রা নিয়ে বৃহস্পতিবার হাইকোর্ট হস্তক্ষেপ করতে রাজি হয় নি। তাই শেষ পর্যন্ত কোচবিহারের সভায় না আসার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একের পর সংশয়ের জেরে শেষ পর্যন্ত অমিতের রাজ্য সফর বাতিল করার সম্ভাবনাও আছে বলে মনে করা হচ্ছে। রাজ্য নেতৃত্বের উপর বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। এছাড়াও আসছেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, সকালে অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এরপরই অবস্থান বদল করে রাজ্য নেতৃত্ব। আদালতের নির্দেশ অমান্য করে কোনও কর্মসূচি নেওয়া হবে না বলে তাদের তরফে জানিয়ে দেওয়া হয়। ধীরে চলো নীতি নিতে শুরু করে তাঁরা।
দিল্লি বিজেপি সূত্রে খবর, শুক্রবার দুপুর ১টায় বিজেপির সদর দফতর থেকে একটি ভিডিও কনফারেন্স করবেন। এখানে অমিত শাহ সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলবেন। আর এই ভিডিও কনফারেন্সেই শুক্রবার কোচবিহারে তাঁর সফর বাতিল নিয়ে মুখে খুলবেন অমিত শাহ।