Wednesday, September 11, 2024
দেশ

আর্থিক সমৃদ্ধির বৃদ্ধি তালিকায় এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম দশে ভারতের ১০টি শহর

নয়াদিল্লি: ২০১৪ সালে আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত ছিল নবম স্থানে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ আর্থিক বৃদ্ধির নিরিখে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এমনটাই অক্সফোর্ডের সমীক্ষায় উঠে এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ সমীক্ষা চালিয়েছিল বিশ্বের একাধিক দেশের অর্থনৈতিক সমৃদ্ধির বৃদ্ধি নিয়ে। সেই তালিকায় এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে ভারতের ১০টি শহর।

তালিকায় শীর্ষে রয়েছে মোদীর গুজরাটের সুরাট। তারপরেই রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আগ্রা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নাগপুর, তিরুপ্পুর, রাজকোট, তিরুচিরাপল্লি, চেন্নাই এবং বিজয়ওয়াড়া।

অক্সফোর্ডের অর্থনীতি বিভাগের গবেষকরা জানিয়েছেন, ২০১৯ থেকে ২০৩৫ পর্যন্ত এই শহরগুলির আর্থিক সমৃদ্ধি আরও বাড়বে। প্রসঙ্গত, সোমবার রাজস্থানের ঝালরাপাতান নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, আর্থিক সমৃদ্ধির নিরিখে খুবশীঘ্রই বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে জায়গা করে নেবে ভারত।