Wednesday, September 11, 2024
দেশ

সুখবর! বুধবার আরও অনেকটা কমল পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমার ফলে ফের পেট্রোল ও ডিজেলের দাম কমল ভারতে। রাজধানী নয়াদিল্লিতে ইতিমধ্যেই প্রায় ৮.৯% হারে দাম কমেছে জ্বালানির। বুধবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৪২ পয়সা কমে ৭৩.৫৭ টাকা। ডিজেলের দাম ৪০ পয়সা কমে হয়েছে ৬৮.৪৯ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম ৪১ পয়সা কমে আজকের দাম ৭৯.১২ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৪৩ পয়সা কমে হয়েছে ৭১.৭১ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৪৪ পয়সা কমে হয়েছে ৭৬.৩৫ টাকা ও ডিজেলের দাম ৪৩ পয়সা কমে হয়েছে ৭২.৩৪ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৪১ পয়সা কমে হয়েছে ৭৫.৫৭ টাকা এবং ডিজেলের দাম ৪০ পয়সা কমে হয়েছে ৭০.৩৪ টাকা।

তবে শুধু আজই নয় বেশ কিছুদিন ধরেই গোটা দেশ জুড়ে ক্রমাগত কমছে পেট্রোল ও ডিজেলের দাম। এই লাগাতার পেট্রোপণ্যের দামের পতনে আপাতত স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের সংসারে। গত কয়েকদিন যাবত বিশ্ববাজোরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়া এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম কিছুটা বাড়ায় পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত কমেছে।