Sunday, September 15, 2024
কলকাতা

দেশকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে: মমতা

কলকাতা: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সোমবার বিকালে নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশের স্বার্থে জোট নিয়ে আলোচনা হয়েছে। দেশ বাঁচাতে মোদী সরকারের বিরুদ্ধে একজোট হতে হবে বিরোধীদের। নাইডু বলেন, দেশে আজ গণতন্ত্র বিপন্ন। মোদী সরকার ভেঙে দিচ্ছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে। এখন দেশকে বাঁচানো এবং মোদীকে সরানো আমাদের লক্ষ্য। তাই গণতান্ত্রিক বাধ্যবাধকতায় আমাদের একজোট হওয়ার সময় এসেছে।

নাইডু বলেন, আজ দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। টাকার দাম পড়েছে। পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। বেড়েছে দেশের বেকারত্বের হার। মোদী সরকার রাজনীতিকদের ঘায়েল করার জন্য সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। মোদির বিরুদ্ধে আমাদের তাই সোচ্চার হতে হবে। লড়াইতে নামতে হবে।

মমতা বলেন, সময় এসেছে এবার মোদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার। আর মোদীকে শাসনক্ষমতা থেকে বিতাড়নের। তাই মোদীর বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। আন্দোলন গড়ে তুলতে হবে। বিজেপি সরকারকে নির্বাচনের মাধ্যমে গদি থেকে নামাতে হবে। কারণ, বিজেপি সরকার আমাদের উন্নয়নের বিরোধী। সাম্প্রদায়িকতার প্রতিভূ। তাই মোদীর বিরুদ্ধে এক হতে হবে।

১৯ জানুয়ারি কলকাতায় বিরোধী জোটের বৈঠক হবে। বৈঠকে করে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতায় তৃণমূলের সমাবেশে উপস্থিত থাকারও আশ্বাস দেন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট আমরা। দেশ বাঁচাতে হবে। ১৯ জানুয়ারির বৈঠকেই ঠিক হবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রূপরেখা।