স্বস্তিতে সাধারণ মানুষ, শনিবার ফের কমল জ্বালানির দাম
নয়াদিল্লি: গত কয়েকদিনের ধারা অব্যাহত রেখে আজ শনিবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম। লাগাতার দাম কমার প্রবণতায় স্বস্তি পেতেই পারেন সাধারণ মানুষ। গতকাল শুক্রবার কলকাতায় পেট্রোল প্রতি লিটার ৭৯.৯৮ টাকা ছিল। ডিজেলের দাম ছিল ৭৪.৬০ টাকা। শনিবার প্রায় ৩৩ পয়সা কমে পেট্রোলের দাম ৭৯.৮১ টাকা প্রতি লিটার ও ডিজেলের ৩৩ পয়সা কমে নতুন দাম হল ৭৪.৪৪ টাকা প্রতি লিটার।
অন্যদিকে শনিবার রাজধানী দিল্লিতে পেট্রোলে ১৭ পয়সা কমে হল ৭৭.৮৯ টাকা লিটার ও ডিজেলে ১৬ পয়সা কমে দাম হল ৭২.৫৮ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০.৯০ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৭৬.৭২ টাকা। মুম্বাইয়ে পেট্রোলে ১৭ পয়সা কমে ৮৩.৪০ টাকা লিটার ও ডিজেলে ১৭ পয়সা কমে লিটার প্রতি ৭৬.০৫ টাকা।
Petrol and diesel prices in #Delhi are Rs 77.89 per litre (decrease by Rs 0.17) and Rs 72.58 per litre (decrease by Rs 0.16), respectively. Petrol and diesel prices in #Mumbai are Rs 83.40 per litre (decrease by Rs 0.17) and Rs 76.05 (decrease by Rs 0.17), respectively. pic.twitter.com/jglQ1gGbLt
— ANI (@ANI) 10 November 2018
তবে পেট্রোল-ডিজেলের দাম কমলেও বেড়েছে রান্নার গ্যাসের দাম। মাত্র ন’দিনের মাথায় ফের দাম বাড়লো। সিলিন্ডার প্রতি ২ টাকারও বেশি দাম বৃদ্ধি হয়েছে। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন-উভয়প্রকার গ্যাসের দামই বেড়েছে। ভর্তুকিযুক্ত গ্যাসের নতুন দাম ৫১১ টাকা এবং ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭২ টাকা। ডিলারদের কমিশন বৃদ্ধি পাওয়ার কারণেই বেড়েছে রান্নার গ্যাসের দাম।