Sunday, September 15, 2024
দেশ

পুলওয়ামায় সেনার গুলিতে খতম ২ জঙ্গি

পুলওয়ামা: শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার টিকুন গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল দুই জঙ্গি। মৃতদের পরিচয় জানা যায়নি। তাদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল ও একেএম পাওয়া গিয়েছে। এখনও ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান।

টিকুন গ্রামে জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে গোটা এলাকাটি। জওয়ানদের তল্লাশি চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলি লড়াই শুরু হয়। লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। তবে তাদের পোশাক দেখে ভারতীয় সেনার অনুমান, ওই দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। নিহত দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে ইনসাস রাইফেল, গুলি-সহ আরও অনেক আগ্নেয়াস্ত্র।

ধারণা করা হচ্ছে এখনও ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে। তাই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে স্থানীয় নাগরিকদের কাছে তল্লাশিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কি না তাও খুঁজে দেখা হচ্ছে।