স্বস্তিতে দেশবাসী! শুক্রবার ফের দাম কমল পেট্রোল-ডিজেলের
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে জ্বালানির দাম কমার জেরে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। শুক্রবারেও অব্যাহত রইল জ্বালানির দামের পতন। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে যাওয়ার ফলে ভারতেও লাগাতারভাবে কমছে পেট্রোপণ্যের দাম। আজ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৭ পয়সা কমে হয়েছে ৭২.৮৭ টাকা ও ডিজেলের দাম ৪১ পয়সা কমে হয়েছে ৬৭.৭২ টাকা।
বাণিজ্যনগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৭৮.৪৩ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৭০.৮৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৫.৬২ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭১.৫২ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৭৪.৮৮ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৬৯.৫৭ টাকা।
Have you checked out the #fuel prices in your city?#Petrol #Diesel #FuelPrices pic.twitter.com/XR1IQfcn0b
— moneycontrol (@moneycontrolcom) 30 November 2018
এর আগে গত ৪ অক্টোবর দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছিল ৮৪ টাকা। মুম্বাইয়ে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছিল ৯১.৩৪ টাকা। তবে বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম কমায় অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।