Thursday, December 5, 2024
দেশ

সুখবর! রবিবার শহরে ফের দাম কমল পেট্রোল-ডিজেলের

নয়াদিল্লি: লাগাতারভাবে দাম কমছে পেট্রোল-ডিজেলের। রবিবারেও বজায় রইল সেই ট্রেন্ড। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ পয়সা কমে হয়েছে ৭০.৫৫ টাকা। ডিজেলের দাম ২১ পয়সা কমে হয়েছে ৬৫.০৯ টাকা।

বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার পিছু ১৫ পয়সা কমে হয়েছে ৭৬.১৩ টাকা ও ডিজেলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৬৮.১০ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১৫ পয়সা কমে হয়েছে ৭২.৬০ টাকা এবং ডিজেলের ৭৯ পয়সা কমে হয়েছে ৬৬.৮২ টাকা।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে কমার কারণে ক্রমশ দাম কমছে জ্বালানির। চলতি বছরের অক্টোবরের মধ্যভাগ থেকেই লাগাতার কমেছে জ্বালানির দাম। ১৬ অক্টোবর নয়াদিল্লিতে রেকর্ড ছুঁয়ে পেট্রোলের দাম ছিল ৮২.৮৩ টাকা। তবে তারপর থেকেই ক্রমাগত কমেছে দাম।

ইন্ডিয়ান অয়েলের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে প্রায় ১৪.৬৪% কমেছে পেট্রোল-ডিজেলের দাম। মুম্বাই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম ১৩.৬০% ও ১৪.৮৩% কমেছে। কলকাতায় প্রায় ১৪.০৫% কমেছে পেট্রোলের দাম।