সুখবর! রবিবারেও দাম কমল পেট্রোল-ডিজেলের
নয়াদিল্লি: রেকর্ড দাম বৃদ্ধির পর গত কয়েক সপ্তাহ ধরে লাগাতারভাবে দাম কমেছে পেট্রোল-ডিজেলের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম, ডলারের বিপরীতে ভারতীয় টাকা দাম বাড়া সহ নানাবিধ কারণে দেশজুড়ে লাগাতার কমছে পেট্রোল-ডিজেলের দাম। দাম কমার ট্রেন্ড বজায় রেখে আজ ছুটির দিনেও দাম কমল জ্বালানির। আজ, রবিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে ৭২.৫৩ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৬৭.৩৫ টাকা।
মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা কমে হয়েছে ৭৮.০৯ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৩৯ পয়সা কমে হয়েছে ৭০.৫০ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৬ পয়সা কমে হয়েছে ৭৫.২৬ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৪০ পয়সা কমে হয়েছে ৭১.১২ টাকা। কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে ৭৪.২৫ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৬৮.৭৫ টাকা।
প্রতিদিন একটু একটু করে পেট্রোল ও ডিজেলের দাম কমতে থাকায় মানুষের স্বস্তি পাচ্ছে। তেলের দাম কমার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও কমছে। ফলে মধ্যবিত্ব পরিবারের চাপও কমছে। ডলারের তুলনায় টাকার দাম বাড়ছে। যার ফলেই লাগাতারভাবে জ্বালানির দাম কমছে।