Saturday, July 27, 2024
দেশ

স্বস্তিতে দেশবাসী! সোমবার আরও একধাপ কমল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: বিশ্ব বাজারে জ্বালানির দাম সস্তা হওয়ার জেরে ধাপে ধাপে দেশ জুড়ে কমেই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। সেই ট্রেন্ড সোমবারও বজায় থাকল। সোমবার আরও একধাপ কমল জ্বালানির দাম। গত অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে জ্বালানী তেলের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছিল। কিন্তু নভেম্বর মাসে বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের কমেই চলেছে।

সোমবার কলকাতায় এক ধাক্কায় ৪৭ পয়সা কমে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৬.৪৭ টাকা। ডিজেল আরও ৫২ পয়সা নেমে হয়েছে ৭১.১৪ টাকা। পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বাইয়েও। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৩৫ পয়সা কমে ৭৪.৪৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৪১ পয়সা কমে ৬৯.২৯ টাকা। পাশাপাশি বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম ৩৫ পয়সা কমে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০.০৩ টাকা এবং ডিজেলের দাম ৪৩ পয়সা কমে ৭২.৫৬ টাকা প্রতি লিটার।

অপরদিকে চেন্নাইতে পেট্রোলের দাম ৩৭ পয়সা কমে লিটার প্রতি দাম ৭৭.৩২ টাকা এবং ডিজেলের দাম ৪৩ পয়সা কমে লিটার পিছু ৭৩.২০ টাকা হয়েছে। উল্লেখ্য, বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম সস্তা হওয়ার কারণে পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত কমেই চলেছে। জ্বালানির দাম কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।