Sunday, September 15, 2024
দেশ

সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ রাখতে কমান্ডোরা কি ক্যামেরা নিয়ে ঘুরবে? কংগ্রেসকে খোঁচা মোদীর

জয়পুর: ২০০৮ মুম্বাই হামলার ১০ বছর পূর্তিতে ২৬/১১-র স্মৃতি উস্কেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজস্থানের ভিলওয়ারে এক জনসভা থেকে কংগ্রেসকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর কটাক্ষ, মুম্বাই হামলার সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। আর যখন ২০১৬ সালে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফেরত এল, তখন কংগ্রেস সেই অপারেশনের প্রমাণ চেয়ে সরব হয়েছিল।

কংগ্রেসকে তুলোধনা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সেনা জওয়ানরা যখন পাক সীমানায় ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তখন গোটা দেশ তাতে গর্ব অনুভব করেছিল। কিন্তু প্রশ্ন তুলেছিল কংগ্রেস। ওরা বলেছিল অপারেশনের ভিডিও ফুটেজ প্রকাশ করতে হবে। কমান্ডোরা কি প্রমাণ রাখার জন্য ক্যামেরা নিয়ে অপারেশনে যাবে! ভারত মুম্বাই হামলার কথা ভুলবে না। ষড়যন্ত্রকারীরা শাস্তি পাবেই।

এদিনের নির্বাচনী প্রচারে কংগ্রেসকে একপ্রকার ফালাফালা করে ফেলছেন মোদী। তাঁর মায়ের নামে প্রশ্ন তোলা, বাবার কথা তোলা নিয়ে তাঁর নিশানায় এখন খোদ ‘নামদার’ রাহুল গান্ধী। মোদীর দাবি, নামদারের ইশারাতেই তাঁকে কুরুচিকর আক্রমণ করছে কংগ্রেস।

এরপর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিদেশে ছুটি কাটানোর কথা টেনেও এদিন আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাকে কখনও ছুটি কাটাতে দেখেছেন। কখনও শুনেছেন আমি এক সপ্তাহের জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছি, কোথাও গিয়েছি অবসর সময় কাটাতে। দেখবেন না। যা করি তার হিসেব দিতে পারি।