Monday, September 16, 2024
দেশ

মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর! আরও সস্তা হল পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি: সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শুক্রবার ফের কমল জ্বালানির দাম। নতুন করে ডিজেলের দাম বাড়েনি তবে সস্তা হয়েছে পেট্রোল। আজ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৭০.৩৮ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৬৫.৫৬ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৭৬.০২ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৬৮.৬৫ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭৩.০৫ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম ৬৯.২৫ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম ৭২.৪৯ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৬৭.৩৪ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণে ফের কয়েকদিন ধরে দাম কমছে পেট্রোপণ্যের। দাম কমায় আপাতত স্বস্তিতে আমজনতা।