Saturday, October 5, 2024
রাজ্য​

ময়নাগুড়ির জনসভায় মোদীর ১০টি বাছাই করা বক্তব্য

জলপাইগুড়ি: ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক সিবিআই বনাম রাজ্য বিতর্কের পরিপ্রক্ষিতে মোদী জানিয়েছেন আর্থিক দুর্নীতি নিয়ে কাউকে ছেড়ে দেবে না কেন্দ্র। পাশাপাশি, বিরোধী জোট ও কংগ্রসকেও একহাত নেন তিনি।

জনসভায় কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:

  • দেশের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন যাঁরা গরীব ও মেহনতি মানুষের টাকা লুট করেছেন, তাঁদের রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাংলার মানুষের একটাই প্রশ্ন, চিটফান্ডের তদন্তকে আপনি কেন এত ভয় পাচ্ছেন?
  • চিটফান্ডের শিকার প্রত্যেককে আমি জানাতে চাই, আপনাদের টাকা যাঁরা লুট করেছে তাঁদের মোদী কখনও ছেড়ে দেবে না। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম পদক্ষেপ নিতে পিছপা হবে না কেন্দ্র।
  • আমরা বিদেশ থেকে অপরাধীদের ফেরাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় লুটবাজদের রক্ষা করছেন।
  • পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ ট্রেলার দেখিয়েছেন। শাসকদলের হিংসা সত্ত্বেও বিজেপিকে জিতিয়েছেন।
  • আপনাদের একটি ভোট কেন্দ্রে মজবুত সরকার করবে।
  • আমাদের সরকার ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা মিটিয়েছেন।
  • পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছেন ও তাঁরা এই হিংসা সমর্থনকারী সরকারকে ভোট দেবেন না।
  • আসন্ন নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ সরকার গড়বে বিজেপি।
  • পাশাপাশি তিন তালাক ও সিন্ডিকেট নিয়েও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন মোদী। মুখ্যমন্ত্রীর আসনে অন্য কেউ বসে থাকা সত্ত্বেও রাজ্যজুড়ে দাদাগিরি চালাচ্ছেন শাসক দলের লোকের।

নিজের চা বিক্রেতা জীবন প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে মোদির সরাসরি প্রশ্ন, ‘চা-ওয়ালাকে এত ভয় কেন? মোদী বলেন, বিজেপি নেতারা হুমকিকে ভয় পায় না কারণ সেটা হলে দেশে সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে পারত না বিজেপি।