মদন’দা বাংলার ক্রাশ: সায়নী ঘোষ
কলকাতা: আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা ভোট। দলবদলের খেলায় সরগরম রাজ্য রাজনীতি। দলবদলের হিড়িক পড়েছে টলিপাড়াও। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন বাংলা ওয়েবসিরিজের পরিচিত মুখ অভিনেতা সৌরভ দাস। এবার একই মঞ্চে দেখা গেল সায়নী ঘোষ (Saayoni Ghosh) ও তৃণমূল নেতা মদন মিত্রকে (Madan Mitra)। নারী শক্তির বহিঃপ্রকাশের জন্য ‘শক্তিরূপেণ’ নামে একটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। ওই অনুষ্ঠানে মদন মিত্র সায়নীকে বাংলার অন্যতম প্রতিবাদী কণ্ঠ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, সায়নী তো দূরের কথা, একটা কারও গায়ে আঁচ পড়লে গোটা বাংলায় আগুন জ্বলবে। বাংলা বরদাস্ত করবে না এসব। মদন মিত্র বলেন, আমার আসার কথা ৫ টার সময়। এসেছি ৩ টার সময়। কারণ, সায়নী তুমি এগিয়ে চলো। গোটা সরকার, বাংলা তোমার পাশে আছে।
অভিনেত্রী সায়নী ঘোষ বলেন, নারী সুরক্ষায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান সবার প্রথমে। মহিলা মুখ্যমন্ত্রী থাকায় পশ্চিমবঙ্গের মেয়ে হিসেবে নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি। দেশের অন্য রাজ্যের তুলনায় বাংলায় মহিলারা নিরাপদ। রাত দুটোয় নিশ্চিতে বাড়ি ফিরতে পারি।
এরপরেই মদন মিত্রের ভূয়সী প্রশংসা করে সায়নী বলেন, মদন’দা অনেক বড় লিডার। উইথ ডিউ রেসপেক্ট বলছি, মদন’দা কিন্তু বাংলার ক্রাশও বটে। এত সুন্দর আদানপ্রদান পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও সম্ভব নয়।
উল্লেখ্য, সম্প্রতি ‘জয় শ্রী রাম’ বিতর্কে জড়ান সায়নী ঘোষ। সেবার সায়নীর পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, সাহস থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও।


