Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে বিমানে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা ব্রাজিলে। বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সকলেই নিহত হয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।

বিবিসি জানিয়েছে, বিমানের সকল যাত্রী মারা গেছেন, কেউই বেঁচে নেই। বিমানটি কাসকাভেল থেকে উড়ান দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীবাহী বিমানটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। ভয়েপাস এয়ারলাইনের এই ফ্লাইটটির নম্বর পিএস-ভিপিবি।

তবে ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে? তা এখনও জানা যায়নি।