Thursday, September 19, 2024
রাজ্য​

জীবন বাঁচাতে বর্ডার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, শীতলকুচি সীমান্তে হাজার হাজার শরনার্থীদের ঢল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অশান্ত বাংলাদেশ‌। ক্ষমতার পালাবদলের মাঝে দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, খুন, হামলা, লুটপাটের ঘটনা ঘটছে। হিন্দুদের উপরেও দলবেঁধে আক্রমণ চালানো হচ্ছে। হামলা করা হচ্ছে মন্দিরে। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষের ঢল নেমেছে।

কোচবিহারের শীতলকুচি শুক্রবার সকাল থেকেই নদীর ওপারে বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার বাংলাদেশি ভিড় করেন। নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন তারা। ওপারে ভিড় বাড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ আধিকারিকরা। অনুপ্রবেশের চেষ্টা রুখে দেন তারা।

এই পরিস্থিতিতে বিএসএফের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সীমান্তের এক কিলোমিটারের মধ্যে কেউ জমায়েত করতে পারবে না। ৪ জনের বেশি একসঙ্গে যাতায়াত করতে পারবে না। রাত ৯ টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও পণ্য পরিবহণ করা যাবে না। সীমান্তের ৫০০ মিটারের মধ্যে কোনও গৃহপালিত পশু নিয়ে যাওয়া যাবে না। রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সীমান্ত এলাকার মধ্যে কোনও দোকানপাট খোলা যাবে না।