Saturday, October 5, 2024
দেশ

‘দেশভাগ একটি ঐতিহাসিক ভুল’, তাৎপর্যপূর্ণ মন্তব্য ওয়াইসির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার দেশভাগ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার তিনি বলেন, ‘ঐতিহাসকভাবে এটা একটাই দেশ, কিন্তু দুর্ভাগ্যবশত বিভাজন হয়েছে। যেটা ঠিক হয়নি। দেশভাগ একটা ঐতিহাসিক ভুল। যদি এ বিষয়ে আপনারা বিতর্কসভার আয়োজন করেন, আমি সেখানে বলতে পারি বিভাজনের জন্য কে বা কারা দায়ী। কিন্তু এক কথায় এই ঐতিহাসিক ভুলের ব্যাখ্যা কর‍তে পারব না।’

দিনকয়েক আগে সমাজবাদী পার্টির নেতা এসপি মৌর্য দাবি করেন, বিভাজনের জন্য মহম্মদ আলি জিন্নাহ দায়ী নন, হিন্দু মহাসভাই এটা চেয়েছিল। এ প্রসঙ্গে জানার জন্য ওয়াইসি মৌলানা আবুল কালাম আজাদের ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ (India wins Freedom) বইটি পড়ার পরামর্শ দেন।

ওয়াইসি বলেন, ‘তখনকার সব নেতাই দেশভাগের জন্য দায়ী। আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইনস ফ্রিডম বইয়ে যা লিখেছেন তা পড়ুন। তিনি  কংগ্রেসের বহু নেতার কাছে যান, তাদের দেশভাগের প্রস্তাবে রাজি না হতে বলেন। পাশাপাশি, সমস্ত ইসলামিক পণ্ডিতরা সেই সময় দ্বি-জাতি তত্ত্বের বিরোধিতা করেছিলেন।’