Wednesday, April 23, 2025
দেশ

প্যালেস্তাইনকে সমর্থন শরদ পাওয়ারের, এনসিপি প্রধানকে বেনজির আক্রমণ করলেন হিমন্ত বিশ্বশর্মা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইসরায়েল-হামাস ইস্যুতে ইসলামিক রাষ্ট্র প্যালেস্টাইনের সমর্থনে কথা বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এর জন্য এনসিপি প্রধান শরদ পাওয়ারকে বেনজির আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমার মনে হয় শরদ পাওয়ার তাঁর মেয়ে সুপ্রিয়াকে হামাসের হয়ে যুদ্ধ করতে গাজায় পাঠাবেন।’

প্রথম দিনেই ইসরায়েলের উপর হামাসের রকেট হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে উল্লেখ করেন মোদী। পাশাপাশি, ইসরায়েলের পাশে থাকার বার্তা দেন নমো। এমনকি ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানান, ‘কঠিন এই পরিস্থিতিতে ইসরাইলের পাশে রয়েছে ভারতবাসী।’

এরপরেই মোদীকে বিঁধে শরদ পাওয়ার দাবি করেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা সকলেই প্যালেস্টাইনের পক্ষে ছিলেন। সেখানে মোদীর ইসরায়েলের পক্ষ নেওয়া দুর্ভাগ্যজনক। গোটা ভূখণ্ড প্যালেস্টাইনের, যা দখল করেছে ইজরায়েল। এলাকা, জমি, বাড়ি.. সবকিছু প্যালেস্টাইনের। ইসরায়েল ধীরে ধীরে সেটাকে কব্জা করেছে। ইসরায়েল বহিরাগত।’

এনসিপি প্রধানের এই মন্তব্যের পরই তাকে তীব্র আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।