Tuesday, November 18, 2025
Latestরাজ্য​

ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে জাতীয় সড়ক ও রেলপথে হামলা, মোতায়েন করা হচ্ছে আধাসেনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ আইন ঘিরে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রেক্ষিতে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবার বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশের পরই কেন্দ্র তৎপর হয়ে বাহিনী পাঠানোর কাজ শুরু করেছে।

দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে আসছে বাহিনী

নির্দেশ পাওয়ার পরই দক্ষিণবঙ্গ ও মুর্শিদাবাদ লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন স্থান থেকে উপদ্রুত এলাকায় পৌঁছাতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মোট ১৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে কলকাতা থেকে ১ কোম্পানি, জঙ্গলমহল থেকে ৩ কোম্পানি এবং ঝাড়খণ্ড থেকে ৪ কোম্পানি সিআরপিএফ ইতিমধ্যেই জঙ্গিপুরের উদ্দেশে রওনা হয়েছে।

পথ নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

সূত্রের খবর, আপাতত জাতীয় সড়ক ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এই বাহিনীগুলিকে। পাশাপাশি, রাজ্য পুলিশের চাহিদা অনুসারে অন্যান্য এলাকায় তাদের মোতায়েন করা হবে। সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে বিএসএফ মোতায়েন থাকবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতি

জঙ্গিপুরে ইতিমধ্যেই পৌঁছেছেন সিআরপিএফ-এর আইজি পদমর্যাদার এক আধিকারিক। তিনি রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখে যৌথভাবে কৌশল নির্ধারণে কাজ করছেন কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলি।