ওয়াকফের নামে লক্ষ লক্ষ একর জমি কুক্ষিগত করেছে ওরা: যোগী আদিত্যনাথ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অশান্তি সৃষ্টি হয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লখনৌয়ে অনুষ্ঠিত ভারতরত্ন ‘বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর সম্মান সমারোহ’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিরোধী দলগুলি জনগণের ভুল বোঝাবুঝিকে হাতিয়ার করে এই অশান্তি সৃষ্টি করছে।’
যোগী আদিত্যনাথ বলেন, “ওয়াকফের নামে এই দেশে লক্ষ লক্ষ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। ওদের কাছে কোনও বৈধ নথিপত্র ছিল না। সংশোধিত ওয়াকফ আইন প্রণয়নের পর থেকেই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এবং বিরোধী শক্তি সাধারণ মানুষকে ভুল পথে চালিত করে হিংসার পরিস্থিতি তৈরি করছে।”
তিনি আরও বলেন, “এই হিংসাত্মক ঘটনার মধ্যে তিনজন হিন্দুকে তাঁদের বাড়ি থেকে টেনে বের করে হত্যা করা হয়েছে। তাঁরা সকলেই সমাজের দলিত এবং দরিদ্র শ্রেণির প্রতিনিধি—যাঁদের সমাজে বহুদিন ধরেই অবহেলা করা হয়েছে।” Hindustan Times