Thursday, April 25, 2024
দেশ

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে অমিতাভসহ ৭১৪ ভারতীয়ের নাম

নয়াদিল্লি: পানামা পেপার্সের পর এবার প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে নাম জড়াল রানি এলিজাবেথ থেকে শুরু করে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনসহ ৭১৪ জন ভারতীয়।

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে ভারতীয়দের মধ্য যাদের নাম রয়েছেন তারা হলেন- বলিউড তারকা সঞ্জয় দত্তের স্ত্রী মনিতা দত্ত, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, করপোরেট লবিস্ট নিরা রাডিয়া ও ফোর্টিস এসকোটস হার্ট ইনস্টিটিউট এর চেয়ারম্যান অশোক শেঠ, সচিন পাইলট, কার্তি চিদাম্বরম-সহ বেশ কিছু সেলিব্রেটি ও নেতা-মন্ত্রীদের নাম।

বিশ্ব জোড়া এই আর্থিক কেলেঙ্কারি ফাঁস করেছে ইন্টারন্যাশলান কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস। এই নিয়ে এক কোটি চৌঁত্রিশ লক্ষ নথি ফাঁস করেছে আন্তর্জাতিক সংবাদ সংগঠন।

চাঞ্চল্যকর এই কেলেঙ্কারিকে জড়িয়েছে বহু আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামও। রানি দ্বিতীয় এলিজাবেথের পাশাপাশি উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব, উইলবার রস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ক্রুদোর এক ঘনিষ্ঠের নামও।

কর ফাঁকি দিতে রানি এলিজাবেথ ১০ মিলিয়ন পাউন্ড একটি অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী উইলবার এল রস জুনিয়র রাশিয়ার একটি কোম্পানির সঙ্গে ব্যবসা করেছেন।

প্রসঙ্গত, প্যারাডাইস পেপার্স একটি বিশেষ অনুসন্ধানী কাজ। দ্য গার্ডিয়ান এবং বিশ্বের ৯৫টি মিডিয়া প্রতিষ্ঠান এই তথ্য সন্ধানে কাজ করেছে। দুটি অফশোর সার্ভিস প্রোভাইডারস এবং ১৯টি ট্যাক্স হ্যাভেনস রেজিস্ট্রির তথ্য পাওয়া গেছে। কৃত্রিমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বানিয়ে কিভাবে কর ফাঁকি দেওয়া যায় তাই এই অনুসন্ধানে উঠে এসেছে।