Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

ভারতের সঙ্গে যুদ্ধ চাই না : পাকিস্তানের প্রধানমন্ত্রী

লন্ডন: ভারতের সঙ্গে পাকিস্তান কোনো ধরনের যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী। তিনি বলেছেন, সমস্যা সমাধানে ভারতের সঙ্গে যুদ্ধ কোনো পথ হতে পারে না। কেবল আলোচনাই পারে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান দিতে। এমনকি কাশ্মীর ইস্যুতেও।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ সাউথ এশিয়া সেন্টারে ‘ফিউচার অব পাকিস্তান ২০১৭’ শীর্ষক এক কনফারেন্সে এক বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি।

এখানে তিনি কাশ্মীর সমস্যাকে ভারত-পাকিস্তানের জন্য মূল সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।

শহীদ খাকান আব্বাসী বলেছেন, আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত। আগামীর জন্য আলোচনাই প্রয়োজন, যুক্ত কোনো পথ হতে পারে না।

তিনি মন্তব্য করেন উভয় দেশই পরমাণু শক্তিধর হওয়ায় যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান আসবে না, বরং অব্যাহত আলোচনা-ই এক্ষেত্রে একমাত্র সমাধান।

আগামী এক-দুই বছরে দুই দেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যদিয়ে আরও পরিণত সম্পর্কে যাওয়ার আশাবাদ তার।