Saturday, September 23, 2023
দেশ

পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম মাসুদ আজহারের ভাইপো-সহ তিন জঙ্গি

শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের ভাইপো তালহা রাশিদ-সহ তিন জঙ্গি। শহিদ হয়েছেন ভারতীয় জওয়ান।

সেনা সূত্রে খবর, পুলওয়ামা জেলার কান্দি আগলার গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে গোপন সূত্রে খবর পেয়ে কান্দি বেল্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী ৷ সেনাদের দেখে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় সেনাবাহিনী ৷ শুরু হয় গুলির লড়াই । বেশ কিছুক্ষণ ধরে চলা প্রবল গুলির লড়াইয়ে নিহত হয় তিন জঙ্গি ৷ তবে সংঘর্ষে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য শ্যাম সুন্দর শহিদ হয়েছেন ৷

ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। উপত্যকায় বড়সড় নাশকতা চালানোর ছক ছিল ওই জঙ্গিদের বলে জানিয়েছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক।