Saturday, July 27, 2024
দেশ

ফের পাকিস্তানি ড্রোন ভূপাতিত করল ভারত, জারি উচ্চ সতর্কতা

অমৃতসর: পাঞ্জাবের তরণ জেলার খেম করণ সেক্টরে সীমান্ত এলাকায় পাকিস্তানি ড্রোনটিকে দেখা মাত্রই গুলি করে নামাল ভারতীয় সেনা। এদিন বিএসএফ ড্রোন টেনে নামানোর পরে সীমান্তের গ্রাম এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই ঘটনায় কোনও রকম উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য গোটা এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। সম্পূর্ণ ব্ল্যাক আউট সেখানে।

বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে। পাকিস্তানি ড্রোনটিকে দেখা মাত্রই বিএসএফ গুলি করে ড্রোনটিকে নামায়। অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক দিয়ে টেনে নামানো হয়। সীমান্তবর্তী গ্রামের মোড়ল লখবীর সিং জানিয়েছেন, ড্রোনটি তিনি লক্ষ্য করেন। তার কিছুক্ষণের মধ্যেই ফায়ারিং শুরু হয়ে যায়।

এর আগে রবিবার রাতে ভারতীয় বায়ুসেনা সুখোই ৩০ ও মিরাজ ২০০০ ফাইটার বিমান দিয়ে পাঞ্জাব সীমান্তের কাছাকাছি চলে আসা পাকিস্তানি এফ ১৬-কে ধাওয়া করে তাড়িয়ে দেয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ রাজস্থানের শ্রী গঙ্গানগর সেক্টরে আরও একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা।