Saturday, July 27, 2024
রাজ্য​

রাজ্যে তৃণমূল-বিজেপি কটি আসন পেতে পারে ? কী বলছে নিয়েলসনের দ্বিতীয় সমীক্ষা

কলকাতা: কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে ‘দ্য নিয়েলসেন’-এর দ্বিতীয় সমীক্ষায়। বিজেপির এবার শক্তিবৃদ্ধি হবে। গত লোকসভা নির্বাচনের থেকে শক্তি কমবে তৃণমূলের। দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষার দ্বিতীয় দফার ফলাফল অনুযায়ী, ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারে ৩১টি আসনে। বিজেপি জিততে পারে ৭টি আসনে।

এর আগে গত সপ্তাহে প্রকাশিত প্রথম দফার সমীক্ষাতেও উঠে এসেছিল, রাজ্যের শাসক দল তৃণমূল ৩১টি আসনে জয়ী হতে পারে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী তথা কেন্দ্রের শাসক দল বিজেপি ৮টি আসনে জয়ী হতে পারে। সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস জিততে পারে ৪টি আসনে। এর আগে গত সপ্তাহে প্রকাশিত প্রথম দফার সমীক্ষাতেও উঠে এসেছিল, কংগ্রেস জিততে পারে ৩টি আসনে। সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে একটিও আসনে জয়ের সম্ভাবনা নেই বামফ্রন্টের। প্রথম দফার সমীক্ষাতেও উঠে এসেছিল, বামফ্রন্ট একটিও আসন পাবে না।

‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষার দ্বিতীয় দফার ফলাফল অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে সম্ভাব্য যেসব আসন তৃণমূলের দখলে যেতে পারে– জলপাইগুড়ি, দক্ষিণ কলকাতা, তমলুক, মালদহ উত্তর, বাঁকুড়া, বোলপুর, বীরভূম, বসিরহাট, শ্রীরামপুর, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, মেদিনীপুর, বারাসত, ঝাড়গ্রাম, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ঘাটাল, দমদম, বনগাঁ, কাঁথি, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান-দুর্গাপুর, হাওড়া, জয়নগর. বিষ্ণুপুর, পুরুলিয়া, মথুরাপুর, রানাঘাট, আরামবাগ, বর্ধমান পূর্ব।

সমীক্ষা অনুযায়ী, সম্ভাব্য যেসব আসন বিজেপির দখলে যেতে পারে– আলিপুরদুয়ার, দার্জিলিং, কৃষ্ণনগর, ব্যারাকপুর, আসানসোল, বালুরঘাট, কোচবিহার। অন্যদিকে, কংগ্রেসের দখলে যেতে পারে– রায়গঞ্জ, বহরমপুর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর।