Thursday, April 24, 2025
দেশ

ওয়েলকাম হোম উইং কম্যান্ডার, ১৩০ কোটির গর্ব সেনা, বন্দেমাতরম, টুইট মোদীর

নয়াদিল্লি: পাকিস্তান থেকে উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বীরদর্পে দেশের মাটিতে পা রাখতেই অভিনন্দনের বন্যায় ভরিয়ে দিল দেশবাসী। আম জনতা থেকে সেলিব্রিটি ও রাজনীতিবিদ প্রতিটি স্তরের মানুষ দেশের ফেরার পর তাঁকে অভ্যর্থনা জানাল তাঁকে। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট করে অভিনন্দনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

মোদী লেখেন, ওয়েলকাম হোম উইং কম্যান্ডার। তোমার বীরত্ব ও সাহস গোটা দেশকে গর্বিত করেছে। ১৩০ কোটির গর্ব ভারতীয় সেনা। বন্দেমাতরম।

বায়ুসেনার তরফে জানানো হয়, অভিনন্দনের বাড়ি ফেরা আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমরা খুশি। খুশি বায়ুসেনার সমস্ত আধিকারিক, তাঁর সমস্ত সহকর্মীরা, খুশি আপামর দেশবাসী।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী লেখেন- উইং কম্যান্ডার অভিনন্দন, আপনার মর্যাদাবোধ, প্রশান্তি ও সাহসীকতা আমাদের সবাইকে গর্বিত করেছে। আপনি ফিরে এসেছেন, আপনাকে স্বাগত জানাই, অনেক ভালোবাসা আপনার জন্য।