আমাদের পদক্ষেপে ভয় পেয়েছে পাকিস্তান: মোদী
টঙ্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্থানের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার প্রতীক্ষায় সকলে। এমন সময় আজ রাজস্থানের টঙ্কে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হামলার ১০০ ঘন্টার মধ্যেই জবাব দেওয়া হয়েছে, আমাদের পদক্ষেপে ভয় পেয়েছে পাকিস্তান! আমি ভারতীয় সেনা জওয়ানদের জন্য গর্বিত।
মোদী বলেন, পাকিস্তানের থেকে সব হিসেব নেওয়া হবে। সন্ত্রাসবাদীদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। কাশ্মীরিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরিদের বিরুদ্ধে নই আমরা, তাঁদের সব স্বপ্ন পূরণ করবে এই সরকার।
প্রধানমন্ত্রী বলেন, দেশে থেকে যারা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহ দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সন্ত্রাসবাদীদের গুঁড়িয়ে দিতেও জানি। সন্ত্রাসবাদ দমনে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পুলওয়ামায় জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরে জোর কদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে। গতকাল শ্রীনগরে পাঠানো হয়েছে ১০০ কোম্পানি আধাসেনা। বিচ্ছিন্নতাবাদী নেতাদের ধরপাকড় চলছে।