কাশ্মীরের সন্ত্রাস আমাদের শত্রু, কাশ্মীরিরা নন: মোদী
টঙ্ক: আমাদের লড়াই কাশ্মীরের জন্য, আমাদের লড়াই কাশ্মীরিদের বিরুদ্ধে নয়। আজ, শনিবার রাজস্থানের টঙ্কে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কাশ্মীরি ছাত্রদের সঙ্গে যা হচ্ছে তা কাম্য নয়। ঘটনা ছোটো হোক বা বড়, ভারতে এরকম হবে না। কাশ্মীরের যুবকরাও সন্ত্রাসবাদ নিয়ে অতিষ্ঠ। জঙ্গিদের বিরুদ্ধে এই লড়াইয়ে তাদের সঙ্গে নিতে হবে।
মোদী বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার বিরুদ্ধে দেশের সকলে একজোট। হামলার ১০০ ঘণ্টার মধ্যেই জবাব দিয়েছে সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সুরক্ষা কখনোই রাজনীতির উর্ধ্বে নয়।
মোদী বলেন, দেশে থেকে দেশের বিরোধিতা মেনে নেওয়া হবে না। কাশ্মীরকে রক্ষার দায়িত্ব সকলের ও ভারত ভাগের চক্রান্ত সফল হবে না। কাশ্মীরিদের স্বপ্নপূরণ করবে ভারত সরকারই।