Wednesday, May 29, 2024
দেশ

ভস্মীভূত ৩০০ গাড়ি, বড়সড় দুর্ঘটনা বেঙ্গালুরুর ‘এরো ইন্ডিয়া’তে

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার প্রদর্শনী ‘এরো ইন্ডিয়া ২০১৯’ চলাকালীন পার্কিং এরিয়ায় ভয়াবহ আগুন। ২টি গাড়ি ও ৫টি মোটরবাইক থেকে আগুন ছড়ায় বলে খবর। আগুন ছড়িয়ে যায় পুরো পার্কিং এলাকায়। প্রায় ৩০০টি গাড়ি আগুনে ভস্মীভূত। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়ার চতুর্থ দিন ছিল আজ। এর আগে গত মঙ্গলবার এক মহড়ার সময় আইএএফ এর দুটি বিমানের সংঘর্ষে একজন পাইলটের মৃত্যু হয়েছিল ও দু’জন আহত হয়েছিলেন।

আজ উপস্থিত ছিলেন পি ভি সিন্ধু, বায়ুসেনার মহিলা বিমানচালকসহ একঝাঁক উচ্চপদস্থ আধিকারিক। সেই সময়ে ৫ নম্বর গেটের কাছে একটি গাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থানে দমকলের ১০ ইঞ্জিন পৌঁছায়। দ্রুত অন্যান্য গাড়িগুলিকে সরিয়ে নেওয়া হয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানা গেছে।

৭টি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, ঘাসে ফেলে যাওয়া জ্বলন্ত সিগারেট থেকে আগুন লাগে। আগামিকালই শেষ হচ্ছে এরো ইন্ডিয়া শো।